Siliguri : নতুন বছর শিলিগুড়ির উন্মুক্ত চিড়িয়াখানায় আসতে চলেছে জঙ্গলের রাজা : U Bangla TV
Siliguri : নতুন বছর শিলিগুড়ির উন্মুক্ত চিড়িয়াখানায় আসতে চলেছে জঙ্গলের রাজা : U Bangla TV
সব দিক ঠিকঠাক থাকলে নতুন বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকেই শিলিগুড়ির উন্মুক্ত চিড়িয়াখানা বেঙ্গল সাফারি পার্কে দেখা মিলবে জঙ্গলের রাজা সিংহের। রবিবার বিকেলে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন রাজ্যের বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা। জানা গিয়েছে কেন্দ্রীয় যু অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে সিংহ আনার ক্ষেত্রে বেঙ্গল সাফারি সিলমোহর পেতেই ত্রিপুরা রাজ্য থেকে সিংহ আনার জন্য ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যদিও নতুন অতিথিদের আনার কথা ছিল বেশ কিছুদিন আগেই। তবে এক রাজ্য থেকে সিংহ অন্য রাজ্যে আনতে কিছুটা সময় লাগে। তাছাড়া কেন্দ্রীয় জু অথরিটির অনুমতি না মেলা পর্যন্ত এভাবে সিংহ আনা যায় না। তাই কেন্দ্রীয় জু অথরিটির অনুমতি মিলতেই সিংহ আনার তোরজোড় শুরু হয়ে গিয়েছল। আপাতত দুটি সিংহ আনার পরিকল্পনা রয়েছে। কিছুদিন তাঁদের নজরদারিতে রাখা হবে। এরপর ছাড়া হবে সাফারির জন্য। অর্থাৎ জানুয়ারি মাসে সিংহ আনা হলেও সর্বসাধারণের এই নতুন অতিথিদের দেখার জন্য অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারী মাস পর্যন্ত৷ জানা গিয়েছে ইতিমধ্যেই নতুন অতিথিদের জন্য এনক্লোজার তৈরীর কাজ প্রায় শেষের পথে৷ সিংহ আসার পর চিকিৎসকরাও কিছুদিন তাদের পর্যবেক্ষণে রাখবেন। সব ঠিক থাকলে ফেব্রুয়ারী মাসেই সিংহ দুটিকে ছাড়া হবে সাফারির জন্য। অন্যদিকে আরও জানা গিয়েছে। রয়েল বেঙ্গল টাইগারের শাবক ও ব্ল্যাক বিয়ার শাবকদেরও সাফারির জন্য খুব শীঘ্রই ছাড়া হতে পারে। তাই এই শীতের মরশুমে পর্যটক থেকে শুরু করে সাফারি পার্কে আগত দর্শনার্থীদের আরও বেশী করে আকর্ষণ বাড়বে উন্মুক্ত এই চিড়িয়াখানার প্রতি। #siliguri #siligurinews #newstoday #banglanews #westbengal @ubanglatvofficial
What's Your Reaction?