Surat : ওবিসি সমাজকে অপমান করার জন্যে ভার্ডিক্ট দিয়েছিল দেওয়া হল গান্ধিকে

Apr 4, 2023 - 16:52
 0  4

23 মার্চ সুরাতের আদালত রাহুল গান্ধিকে ওবিসি সমাজকে অপমান করার জন্য ভার্ডিক্ট দিয়েছিল। রাহুলের সাংসদ পদ খারিজ হয়েছে। রাহুল গান্ধি এবং ঘনিষ্ঠরা আজ সুরাত যাচ্ছেন। অশান্তি করতে যাচ্ছেন বলে অনুমান। প্রশ্ন থাকেই যাচ্ছে, কি প্রশ্ন ? আপনি ওবিসি নিয়ে যা বলেছেন, তার পরেও পরিবারের লোক ও কিছু মুখ্যমন্ত্রীর সঙ্গে চাপ তৈরি করতে যাচ্ছেন? আপনি কি এই আচরণে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে চাইছেন? দেখে আশ্চর্য লাগছে, আজ গুজরাটে আপনি আগুনে ঘৃতাহুতি করতে যাচ্ছেন? কাটা ঘায়ে নুনের ছিটে দিতে যাচ্ছেন? আদালত রাহুল কে সুযোগ দিয়েছিল। ক্ষমা চাইবার সুযোগ। উনি বলেছিলেন, আমি রাহুল, আমি ক্ষমা চাইনা। এতো ঔদ্ধত্য? যেমন আপনি সুপ্রিম কোর্টে রাফাল মামলায় হলফনামা দিয়ে ক্ষমা চেয়েছিলেন।মানুষ সব দেখছে। রাহুলের কাছে এই প্রশ্ন ও থাকছে, ভারতীয় বিচার ব্যবস্থায় আপনার আস্থা নেই কেন? You don't have any regard for Indian Judiciary। কংগ্রেস দলের অর্ডারসিটি দেখুন। রাহুলের এজেন্ট বিদেশে গিয়ে রাহুল ইস্যুতে কি সব বিবৃতি দিচ্ছে দেখুন। গান্ধি পরিবারের জন্য দেশে আলাদা আইন হবে কেন? মানে আপামর দেশবাসি দ্বিতীয় শ্রেণীর নাগরিক? কংগ্রেসের ভিতরে কিরকম ডাবল স্ট্যান্ডার্ড দেখুন। পি ভি নরসিমা রাও তিন দিনের জন্য জেলে গেছিলেন। গান্ধি পরিবারের কেউ প্রতিবাদ জানিয়েছিল? পথে নেমেছিল? ডি কে শিবকুমার। এদের কর্নাটকের নেতা। ইডির কেস চলছে। কোনো প্রতিবাদ নেই। রাহুলের ক্ষেত্রে আছে। কারণ সেই গান্ধি পরিবার। দেশ বদলেছে। আদিবাসী রাষ্ট্রপতি। ওবিসি প্রধানমন্ত্রী। ক্যাবিনেটে এক্গুচ্ছ ওবিসি মন্ত্রী। মমতা সকালে যা বলেন, দুপুরে যা বলেন, বিকেলে তা বলেন না। সকালে রাহুল গান্ধীর কাছে ফুলের বোকে নিয়ে যান। বিকেলে বলেন, রাহুলের দ্বারা হবে না | #youtube #surat #rahulgandhi  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow