মৃণাল সেনের জন্ম শতবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য |

May 14, 2023 - 14:31
 0  2

আজ ১৪ই মে মৃণাল সেনের জন্ম শতবার্ষিকী। ভারতীয় তথা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উল্লেখযোগ্য পরিচালকদের নামের মধ্যে মৃণাল সেন অন্যতম একজন সেরা পরিচালকদের জায়গা দখল করে রয়েছে। আজ মৃণাল সেনের জন্মশতবার্ষিকীতে ইউ বাংলা টিভির তরফ থেকে আন্তরিক শ্রদ্ধার্ঘ্য। মৃণাল সেনের জীবনীশক্তি ও জীবন বোধ এবং সমাজ সংস্কারে তার মূল্যবোধ কি রকম ছিল তা আমরা তার প্রতিটা ছবির রন্ধে রন্ধে দেখতে পাই । প্রেম রাগ অভিমান প্রতিবাদ প্রতিরোধ ঠিক সে তার চলচ্চিত্র ধারার মধ্যে দিয়ে। মিলান সেনের মুন্সিয়ানায় ফুটে উঠেছে একের পর এক দুর্ধর্ষ সব বাঙালি চলচ্চিত্র। তার উল্লেখযোগ্য বাংলা ছবিগুলো হল , মেঘে ঢাকা তারা, পদাতিক, পুনশ্চ, নীল আকাশের নিচে , বাইরে শ্রাবণ এছাড়াও আরো অনেক বাংলা ছবি তিনি উপহার দিয়েছেন দর্শক মহলকে । যাএত বছর পরে এসেও আজও বাঙালি চলচ্চিত্র ইতিহাসের সমানভাবে উল্লেখযোগ্য।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow