জুকারবার্গ -এর প্রতি আস্থাহীন তাঁর কর্মীরা, কিন্তু কেন?
জুকারবার্গ -এর প্রতি আস্থাহীন তাঁর কর্মীরা, কিন্তু কেন?
"দ্য ওয়াশিংটন পোস্ট" এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মেটার সিইও মার্ক জুকারবার্গ এর উপর আস্থা নেই সংস্থার ৭০ শতাংশ কর্মীর। ফেসবুকের প্রতিষ্ঠিতার ওপর কেন আস্থা হারালেন তাঁর নিজস্ব কর্মীরা ? করোনার সময়কালে প্রায় ২১ হাজার কর্মী ছাটাই করেছে মেটা, যা এক নেতিবাচক প্রভাব ফেলেছে। তাছাড়াও বাজেট সংকোচন, সংস্থার কৌশলে বদল কর্মীদের ভাবিয়েছে। এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন জুকারবার্গ। তিনি বলেছিলেন, "পৃথিবীটা এখন খুবই অস্থির"। অর্থাৎ পরিস্থিতি প্রতিকূল হলে আবার যে কর্মী ছাটাইয়ের পথে হাঁটতে পারে সংস্থা, এমনই ইঙ্গিত দিয়েছেন জুকারবা। #newsvideo #current_affairs #worldaffairscurrentaffairs @ubanglatvofficial
What's Your Reaction?