Darjeeling : ভগ্নদশায় ঝুলছে সেতু , জীবনের ঝুঁকি নিয়ে করতে হচ্ছে পারাপার |
দার্জিলিং: শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিভিন্ন জায়গায় বেহাল এবং দুর্দশা অবস্থায় চলছে সেতু দিয়ে পারাপার। যখন তখন ঘটে যেতে পারে দুর্ঘটনা। এই বিষয়ে বহুবার প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা পাননি এলাকার স্থানীয় বাসিন্দারা বলে অভিযোগ। তার মধ্যে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের সানন্দাজোত গ্রামের এমনই একটি সেতুর বেহাল দশা৷ তিস্তা ক্যানেলের উপরে রয়েছে একটি সেতু। সেই সেতুটি ভগ্ন দশা অবস্থায় পড়ে রয়েছে। যখন তখন ঘটতে পারে দুর্ঘটনা। অথচ উপায় না পেয়ে এই সেতুর ওপর দিয়েই প্রতিনিয়ত কয়েক হাজার মানুষ পারাপার করে চলেছে জীবনের ঝুঁকি নিয়ে। অনেকে আবার কয়েক কিলোমিটার ঘুরে যাতায়াত করছেন। স্কুলের ছাত্র ছাত্রীদেরও ঘুরে যেতে হয়। ফলে যাতায়াতের একটা সমস্যা তৈরি হয়েছে এলাকায়। অভিযোগ বহুবার প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা পাননি গ্রামবাসীরা। এলাকার স্থানীয় বাসিন্দারা জানান বিষয়টি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তাঁরা চাইছেন অবিলম্বে এই তিস্তা ক্যানেলের উপরে ব্রিজ নির্মাণ করা হোক। এ বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট দফতরের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি। #youtube #darjeeling #darjeelingnews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?