Purulia : বলরামপুর ব্লকের বাঁশগড় গ্রামে অনুষ্ঠিত পাঁচ দিন ব্যাপী হরিনাম
পুরুলিয়া:- বলরামপুর ব্লকের বাঁশগড় গ্রামে অনুষ্ঠিত পাঁচ দিন ব্যাপী হরিনাম সংকীর্তনের শেষ দিন রবিবার সন্ধ্যা থেকে ধৰ্মপ্রাণ ভক্তের সমাগম। বাঁশগড় গ্রাম নামোপাড়া হরিনাম সংকীর্তন কমিটির উদ্যোগে বিগত ৪১বছর ধরে প্রতি বছর নির্দিষ্ট সময়ে এই হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান হয়ে আসছে।রবিবার জাগরণের দিন সন্ধ্যা থেকেই মেঘলা আবহাওয়াকে উপেক্ষা করে বাঁশগড় হরিমন্দির প্রাঙ্গণে দেখা গেল ভক্তদের সমাগম।উদ্যোক্তারা জানান বাঁশগড় গ্রামে আয়োজিত হরিনাম পরিবেশনের জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিখ্যাত মহিলা ও পুরুষ কীর্তনিয়া সম্প্রদায় উপস্থিত হয়েছেন।তবে এখানে আধুনিক হিন্দি বাংলা গানের সুরের পরিবর্তে কীর্তনের সম্পূর্ণ রীতি ও সুর মেনে পাঁচ দিন ধরে অনুষ্ঠিত হয় হরিনাম সংকীর্তন।পাশাপাশি হরিনাম সংকীর্তন ঘিরে অভিনব আলোক মালায় সেজে ওঠেছে সমগ্র মন্দির ও বাঁশগড় গ্রামের রাস্তাঘাট। #youtube #purulia #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?