Uttardinajpur : পঞ্চায়েত ভোটের আগেই ভাঙ্গন বাম কংগ্রেস জোটে |
পঞ্চায়েত ভোটের আগেই বাম কংগ্রেস জোট শিবিরে ভাঙন ধরিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যহত রাখলেন ইটাহার বিধানসভায়। এদিন উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভার কাপাশিয়া অঞ্চলের জামালপুর এলাকায় এই যোগদান সভার আয়োজন করে কাপাশিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস। যোগদান সভায় ইটাহারের বিধায়ক তথা সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশারফ হুসেনের হাত ধরে কাপাশিয়া অঞ্চলের টিটিহা, জামালপুর, রাধানগর সহ অন্যান্য গ্রামের প্রায় ১৫০ টি পরিবারের প্রায় একহাজারের অধিক বাম কংগ্রেস জোট সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। এদিন দলত্যাগীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন বিধায়ক মোশারফ হুসেন। পাশাপাশি দলত্যাগীদের তৃণমূলে যথাযত মর্যাদা দেওয়া হবে বলে জানান মোশারফ হুসেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিধায়ক মোশারফ হুসেন, ব্লক তৃণমূল সহ সভাপতি কার্তিক দাস, ব্লক মহিলা সভানেত্রী পূজা দাস, দুটি সাংগঠনিক অঞ্চলের অঞ্চল তৃণমূল সভাপতি হুসেন আলী ও করিমূল ইসলাম, অঞ্চল যুব সভাপতি তাবারক হুসেন, অঞ্চল নেতৃত্ব জহুরুল আলম, আব্দুল মালেক, মোয়াজ্জেম হুসেন, কাজি রেজাউল করিম, হাসান আলী, সিনদাদুল আলম সহ অন্যান্য অঞ্চল তৃণমূল নেতৃত্বরা। #youtube #uttardinajpur #uttardinajpurnews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?