Tripura : পুরুষ বিড়াল জন্ম দিল বাচ্ছা, হতবাক এলাকাবাসী |

Apr 10, 2023 - 16:21
 0  2

গত তিন বছর আগে গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর মহকুমার অন্তর্গত দক্ষিন চন্দ্রপুর খিল এলাকার বাসিন্দা অনিল বিশ্বাস একটি পুরুষ বিড়াল নিজ বাড়িতে লালনপালন করার জন্য এনেছিলেন। পরবর্তী সময়ে আরো ও দুইটি পুরুষ বিড়াল এসেছে অনিল বিশ্বাসের বাড়িতে।সব পুরুষ বিড়াল গুলোকে লালনপালন করে আসছিলেন তিনি।গত একমাস আগে অনিল বিশ্বাস উনার সহধর্মিনীকে বলছিল যে, এই পুরুষ বিড়ালটি বাচ্চা জন্ম দেবে।উনার স্ত্রী সে দিন স্বামীর কথা বিশ্বাস করেনি ,আর বিশ্বাস করার কথা ও নয়। অবশেষে গত বৃহস্পতিবার হঠাৎ এলাকাবাসী দেখতে পায় পুরুষ বিড়ালটি একটি বাচ্চা জন্ম দিচ্ছে। পরে এলাকাবাসীরা অনিল বিশ্বাস ও তার স্ত্রীকে খবর দেয়। তারা এসে দেখে পুরুষ বিড়ালটি বাচ্চা জন্ম দিচ্ছে। পুরুষ বিড়ালটি বাচ্চা জন্ম দেবার পর অবাক করার মতো যে পুরুষ বিড়ালটি যে বাচ্ছা জন্ম দিয়েছে সেটি আবার মহিলা বিড়াল বাচ্চা।অনিল বিশ্বাস এই ঘটনা দেখে প্রানী সম্পদ দপ্তরের চিকিৎসক ডাক্তার দীপক মারাককে খবর দিয়ে আনেন বাড়িতে , তিনি ও এই ঘটনা দেখে হতবাক হয়ে যায় । পরবর্তী সময়ে অনিল বিশ্বাস আরো দুইজন প্রানী সম্পদ দপ্তরের চিকিৎসক ডাক্তার রবি পাটারী ও আরেকজন ডাক্তারকে নিয়ে আসা হয় উনার বাড়িতে।তারা ও এই ঘটনা দেখে হতবাক হয়ে চলে যায়। সোমবার সকালে অনিল বিশ্বাসের বাড়িতে গিয়ে দেখা যায় এই পুরুষ বিড়ালটি ও বাচ্চা বিড়ালটিকে দেখার জন্য মানুষজন এক এক করে ভিড় জমাচ্ছেন। কিন্তু, প্রানী সম্পদ দপ্তরের তিনজন চিকিৎসক আসা সত্ত্বেও কিভাবে পুরুষ বিড়ালটি মহিলা বাচ্ছা জণ্ম দিল তা বলতে পারেননি। বর্তমানে পুরুষ বিড়াল ও জন্ম দেওয়া মহিলা বিড়াল বাচ্চাটি ভাল আছে বলে জানান বাড়ির মালিক অনিল বিশ্বাস | #youtube #tripura #tripuranews #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow