পবিত্র ঈদে নজিরবিহীন সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের নিদর্শন বর্ধমানে
পবিত্র ঈদ উৎসব উপলক্ষ্য বর্ধমান শহরের টাউন হলের প্রাঙ্গনে শনিবার ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এদিন আট থেকে আশি নামাজের শেষে আলিঙ্গনের মধ্যে দিয়ে সৌভাতৃত্বের আদান প্রদান করে। এর পর নামাজের শেষে এলাকার কবরস্থানে গিয়ে সকল মুসলিম ভাইয়েরা মৃত পরিবারের কবরের সামনে দোয়া প্রার্থনা করেন। সর্বভারতীয় ব্রাহ্মণ একতা সমাজ সেবা ট্রাস্ট এর পক্ষ থেকে ঈদের নামাজে অংশগ্রহণকারীদের ঠান্ডা পানীয় জল দিয়ে সৌভাতৃত্বের নজির গড়লেন। যেখানে চারিদিকে ধর্মের ভিত্তিতে বিভেদ সৃষ্টি হচ্ছে। সেখানে এই বাংলা আমাদের সম্প্রীতির বাংলা। এটি নজরুল - রবীন্দ্রনাথের বাংলা। #youtube #bardhaman #bardhman_news #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?