Jalpaiguri : জল্পেশ মেলার প্রস্তুতি : U Bangla TV
Jalpaiguri : জল্পেশ মেলার প্রস্তুতি : U Bangla TV
হাতে গোনা আর মাত্র কয়েকদিন , তারপরেই শিবরাত্রি। আগামী ৮ ই মার্চ থেকে শুরু হবে ময়নাগুড়ি তথা জলপাইগুড়ি জেলার ঐতিহ্যবাহী জল্পেশ মেলা। এই পুজো এবং মেলাকে কেন্দ্র করে প্রস্তুতি পর্ব তুঙ্গে । নতুন রূপে সাজানো হচ্ছে মন্দিরকে। রং করা হচ্ছে মন্দির, লাগানো হচ্ছে বাতি। অন্যদিকে নিরাপত্তা বিষয়টিও কঠোর ভাবে দেখছেন প্রশাসন। এই মেলা শিবরাত্রি থেকে শুরু হয়ে সরকারি ভাবে চলবে টানা দশ দিন। মেলা প্রাঙ্গনেই চলবে জলপাইগুড়ি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার প্রস্তুতি সম্পর্কে জল্পেশ ট্রাস্টি বোর্ডের সম্পাদক গিরিন্দ্র নাথ দেব বলেন, " জল্পেশ মন্দিরে মেলা শিবরাত্রি থেকে শুরু হয়ে দোল যাত্রা পর্যন্ত এই ম চলবে। নিরাপত্তার বিষয়টি পুলিশ প্রশাসন দেখবেন। তাছাড়াও, তাদের ভলেন্টিয়ার থাকবে, উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। তৈরি করা হবে মনিটরিং রুম। হাইকোর্টের নির্দেশ মেনে গর্ভগৃহে দুই সেকেন্ডের বেশি থাকতে পারবে না ভক্তরা। ভক্তদের প্রবেশের জন্য ইলেকট্রিক গেট লাগানো হবে। যেই গেটের সাহায্যে সমস্ত তথ্য জানা যাবে। নিরাপত্তা আরো আটোসাঁটো করা হবে বলেই জানান তিনি। #jalpaiguri #jalpaigurinews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?