ভারতে ঈদের চাঁদ দেখা গেছে

Apr 22, 2023 - 15:08
 0  2

রমজান মাস শেষ হলো। রমজানের পর শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর আজ সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষজন ঈদের উৎসব পালন করছেন। প্রকৃতপক্ষে, ঈদ পালিত হয় শাওয়ালের প্রথম দিনে যা ইসলামি হিজরি ক্যালেন্ডারের দশম মাস।
ইসলামের পবিত্র রমজান মাসে ২৯দিন রোজা পালন করার পরে, সারা বিশ্বের মুসলমানরা চাঁদ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। এবং চাঁদ দেখার পর ইদ উদযাপিত হয়। ২১ এপ্রিল সন্ধ্যায় ভারতে ঈদের চাঁদ দেখা গেছে। এই নিয়েই রমজান মাস শেষ হলো। রমজানের পর শাওয়াল মাস ইসলামী ক্যালেন্ডার। এ মাসের প্রথম দিনে ঈদ উৎসব পালিত হয়। তাই পুরুলিয়া জেলার বরাবাজারে মুসলিম সম্প্রদায়ের মানুষজন ইদগাহ ও মসজিদে নামাজ আদায় করে, এরপর একে অপরকে জড়িয়ে ধরে ঈদ মোবারক বলে | #youtube #ramzan #eidmubarak #eid #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow