Tripura : নেশা মুক্ত সমাজ গড়তে এবার তৎপর এলাকাবাসীরা

Apr 18, 2023 - 15:58
 0  1

খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামুড়া থানা অধীন গামাইবাড়ি উত্তর শিবির এলাকার বাসিন্দা প্রতীক সরকার নামের এক ব্যাক্তি দীর্ঘদিন ধরে এলাকায় নেশাসামগ্রী বিক্রি করে আসছিল বলে অভিযোগ. ড্রাগস ব্যাবসায়ী প্রতীক সরকার এলাকাবাসীদের দেওয়া হুঁশিয়ারি'কে অগ্রাহ্য করে নেশার সাম্রাজ্য বিস্তার করে চলছিলেন। অবশেষে এলাকাবাসীদের ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে মঙ্গলবার সকালে নেশামুক্ত সমাজ গড়তে নারী,পুরুষ সবাই একত্রিত হয়ে কুখ্যাত নেশা কারবারী প্রতীক সরকার নামের ওই মারন নেশা ড্রাগস বিক্রেতার বাড়িতে হানা দেয়। এলাকাবাসীদের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে চম্পট দেয় কুখ্যাত নেশা কারবারী প্রতীক সরকার। ঘটনার খবর পাঠানো হয় তেলিয়ামুড়া থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীদের সহযোগিতায় কুখ্যাত নেশা কারবারী প্রতীক সরকারের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মারন নেশা ড্রাগস বাজেয়াপ্ত করে। পাশাপাশি কুখ্যাত নেশাকারবারী প্রতীক সরকারের সাঙ্গপাঙ্গদের বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ। যদিও কুখ্যাত নেশা কারবারী প্রতীক সরকারের সাঙ্গপাঙ্গদের বাড়ি থেকে কিছুই খুঁজে পায়নি পুলিশ। প্রাথমিকভাবে অনুমান কুখ্যাত নেশাকারবারী প্রতীক সরকারের বাড়ি থেকে উদ্ধারকৃত ড্রাগসের আনুমানিক কালো বাজার মূল্য প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা হবে | #youtube #tripura #tripuranews #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow