Tripura : সব্জি চাষ করে স্বাবলম্বী : U Bangla TV |
Tripura : সব্জি চাষ করে স্বাবলম্বী : U Bangla TV |
ত্রিপুরা পশ্চিম লঙ্কামুড়া এলাকায় অচিন দে নামে ৬৫ বছরের এক কৃষক শীতকালীন মরশুমে উনার কৃষি জমিতে কুমর গাছ,ধনে পাতা, মটরশুঁটি, শসা সহ আরো বিভিন্ন রকমের শাক-সব্জি চাষ করে আসছেন বিগত অনেক বছর ধরে। এই সব্জি চাষ করে ওই কৃষক উনার পরিবারের লোকজনদের নিয়ে সংসার প্রতিপালন করে আসছেন। উনার পরিবারে স্ত্রী সহ দুই ছেলে রয়েছেন। এক ছেলে বাড়ির সামনে দোকান, এবং আরেক ছেলে বাবার সাথে এই কৃষি কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। এই কৃষি কাজ করে ওই কৃষক কোনরকম ভাবে সংসার প্রতিপালন করে আসছেন বলে তিনি জানিয়েছেন। ত্রিপুরা সরকার যদি কৃষক অচিন দে'কে এই কৃষিকাজ করতে সরকারি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে তিনি আরো বেশি করে উনার কৃষি জমিতে সব্জি চাষ করতে পারবেন বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন তিনি। #tripura #tripuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?