দিঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
দিঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীসভা ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলবার দিঘার কর্মীসভা থেকে তিনি গিয়েছিলেন নির্মীয়মান জগন্নাথ মন্দির পরিদর্শনে। সেখানেই কেমন হবে মূর্তি বা মন্দিরের আচার, তা নিয়ে পরিকল্পনার কথা বলেন। রেল স্টেশনের কাছে মন্দির পরিদর্শনে গিয়ে তিনি বলেন, আগামী ১৮ মাসের মধ্যে মন্দির তৈরির কাজ শেষ হবে।উল্লেখ্য, করোনাকালের আগেই শুরু হয়েছিল এই জগন্নাথ মন্দির নির্মাণের কাজ। তবে অতিমারির জন্য সেই কাজ স্থগিত ছিল দীর্ঘ দিন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, জগন্নাথ-বলরাম-সুভদ্রার বিগ্রহ হবে মার্বেলের। পুরীর জগন্নাথ মন্দিরের মতো প্রতিদিন দিঘার মন্দির থেকেও ধ্বজা ওঠানো হবে। আরও বলেন, পর্যটনে বিশেষ জোর দিচ্ছে সরকার। উল্লেখ্য, দিঘাকে ঢেলে সাজানো মুখ্যমন্ত্রীর ড্রিম প্রোজেক্ট। ইতিমধ্যেই হয়েছে সৌন্দর্যায়ন, মেরিনড্রাইভ। সরকারি উদ্যোগে হচ্ছে তাজপুর পোর্ট। এদিন কর্মীসভা থেকে দলের স্থানীয় নেতৃত্বদের বার্তা দিয়েছিলেন তিনি। বলেছিলেন, সবাইকে এক হয়ে চলতে হবে। আরও বলেন, কারও সঙ্গে কারও ঝগড়া চলবে না। এই একটি কথাতেই তিনি বুঝিয়ে দেন, কোনও রকম অন্তর্দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। এদিন তাঁর সাফ কথা, সত্ ও পরিচ্ছন্নদেরই প্রার্থী করা হবে। বলেন, 'পঞ্চায়েত নির্বাচনে আমরা সত্ মানুষ চাই'। #mamatabanerjee #tmc #digha #ubanglatv
What's Your Reaction?