Tripura : ত্রিপুরায় শিক্ষার বেসরকারিকরণ বন্ধের আবেদন
সরকারি স্কুলে কোনরকম ফি নেওয়া চলবে না! ত্রিপুরার সবকটি বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নিয়োগ করতে হবে! বললেন অল ইন্ডিয়া ডিএসও ত্রিপুরা রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য্য।
বৃহস্পতিবার বিদ্যাজ্যোতি স্কুলে সকল ছাত্র-ছাত্রীদের ভর্তি সুনিশ্চিত ও সকল প্রকার ফি মুকুব করা সহ বিভিন্ন দাবিতে ত্রিপুরার মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট এক ডেপুটেশন প্রদান করে অল ইন্ডিয়া ডিএসও। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ডিএসও ত্রিপুরা রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য্য সহ অন্যান্যরা। তিনি বলেন, ত্রিপুরার প্রত্যেকটি বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে আবেদনকারী সকল ছাত্র-ছাত্রীদের ভর্তির সুযোগ দিতে হবে। সরকারি স্কুলে কোন প্রকার ফি নেওয়া চলবে না। শিক্ষার সমস্ত ব্যয়ভার সরকারকেই বহন করতে হবে। শিক্ষার বেসরকারিকরণ বন্ধ করতে হবে। ত্রিপুরার প্রতিটি স্কুলে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ করতে হবে। ত্রিপুরা থেকে ক্যামেরায় সুব্রত দে এর সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। #youtube #tripura #tripuranews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?