Siliguri : চতুর্থ রোজগার মেলার মাধ্যমে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল যুবক যুবতীদের হাতে
শিলিগুড়ি: যুবরাই দেশের ভবিষ্যৎ। আর সেই ভবিষ্যত যাতে আগামীতে দেশের হাল ধরতে পারে সেই দিক বিবেচনা করে ১০ লক্ষ বেকার যুবদের চাকরির কথা ঘোষণা করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।আর তা বাস্তবায়িত করতে ২০২২ সাল থেকে কেন্দ্রের উদ্যগে শুরু হয়েছে "রোজগার মেলা"। কেন্দ্রের বিভিন্ন বিভাগে সরাসরি চাকরি পাইয়ে দিতেই এই মেলার আয়োজন বলে জানা গেছে।বৃহস্পতিবার দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি এরাজ্যেও এই ৪র্থ রোজগার মেলার আয়োজন হয়।এদিন এন জে পি ভি আই পি গেস্ট হাউসে এদিন এই মেলার আয়োজন করা হয়।কেন্দ্রের উপ-স্বরাষ্ট্র মন্ত্রী নিশীথ প্রামানিক, সাংসদ জয়ন্ত রায়,সহ অন্যান্য বিজেপি বিধায়কদের উপস্থিতিতে এদিন ২৫৬ জন যুবক যুবতীদের হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দেওয়া হয়।এদিন রাজ্যের সমালোচনা করতে গিয়ে নিশীথ প্রামাণিক জানান,রাজ্য বর্তমানে সরকারী -বেসরকারী বিভাগে কোন কর্মসংস্থান নেই।শিল্প মুখ থুবরে পরেছে।শুধু মাত্র চুরি, লুটপাটের রাজত্ব চলছে।রাজ্যের উচিত বেকার যুবক যুবতীদের স্বার্থে কেন্দ্রের মতো এমন কর্মকান্ডের ভাবনা নিয়ে যুবদের চাকরি দিয়ে স্বনির্ভর করে তোলা। #youtube #siliguri #siligurinews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?