জাতি ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের সহযোগিতায় লালন
পূর্ব বর্ধমানের আউসগ্রামের মশিহা দাতা লালন শুধু নিজের এলাকায় রোজাদারকে ইফতার করিয়ে তৃপ্তি পান,তা নয়। যেহেতু তাঁর মা ও তিনি পাথরচাপুড়ি দাতা বাবার মুরিদ,তাই খোদ পাথরচাপুরির মাজার প্রাঙ্গণে আজ অসংখ্য রোজদারদের ইফতারের আয়োজন করে নিজেকে ধন্য মনে করেন। তাছাড়া রাতের আহার ও ভোরে সেহেরীর ব্যাবস্থা করেন দাতার লালন। ঈদ উপলক্ষে তিনদিন ধরে বহিরাগত জেলা থেকেও প্রায় তিন হাজার গরিব মহিলাদের বস্ত্র বিতরণ করে যাচ্ছেন তিনি। শুধু মুসলিম সম্প্রদায়ের জন্য নয় যে কোন উৎসবে জাতি ধর্মবর্ণ নির্বিশেষে বহু মানুষ তাঁর কাছ থেকে বিভিন্ন সহযোগিতা পাওয়ার আশায় বসে থাকেন। পাথরচাপুরিতে রোজাদারদেকে আহারের ব্যাবস্থা করার পরেও প্রতি দোকানে দোকানে খাবার পৌঁছে দেন। ফলে তার এই উদার মনের পরিচয় পেয়ে আনন্দে সকলের চোখে জল চলে আসে। #youtube #bardhaman #bardhman_news #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?