হঠাৎ শ্রীলঙ্কা থেকে লাখ লাখ বাঁদর কিনছে চীন
শ্রীলঙ্কা থেকে ১লাখের বেশি বাঁদর যাচ্ছে চিনে,এই ঘটনায় রীতিমতো আশঙ্কা তৈরি হয়েছে বিশ্বজুড়ে।
পশুপ্রেমীদের প্রতিবাদকে উপেক্ষা করে শ্রীলঙ্কা থেকে বাঁদর কেনার সিদ্ধান্ত নিল চিনের একটি বেসরকারি সংস্থা।প্রায় ১ লাখ বাঁদর কেনার ব্যাপারে সংস্থাটি সন্মত হয়েছে বলে জানিয়েছে দ্বীপরাষ্ট্রের সরকার।চিনা বেসরকারি সংস্থার হঠাৎ করে বাঁদর কেনার সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে আশঙ্কা। ১লাখের বেশি বাঁদর কেনার ব্যাপারটি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার কৃষি মন্তকের শীর্ষ আমলা গুনাদাস সমরসিংহ। শ্রীলঙ্কাকে আর্থিক সংকটের হাত থেকে মুক্ত করতে সাহায্যের হাত বাড়িয়েছিল চীন ,তারই প্রতিদানে চীন এই বাঁদর রপ্তানি করেছে বলেই মনে করছেন বিভিন্ন মহলে বিশেষজ্ঞদের একাংশ। #youtube #srilanka #china #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?