Tripura : ছাত্রী নিবাস পরিদর্শনে ত্রিপুরার মন্ত্রী সুধাংশু দাস

Apr 11, 2023 - 17:08
Apr 11, 2023 - 20:00
 0  16

আগরতলার জগন্নাথ বাড়ি রোডস্থিত ড: বি. আর. আম্বেদকর ছাত্রী নিবাসে আকস্মিক পরিদর্শন করেন ত্রিপুরার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। মন্ত্রী সুধাংশু দাসের ড: বি. আর. আম্বেদকর ছাত্রী নিবাসে প্রবেশ করার খবর পাওয়া মাত্রই ছুটে আসেন ত্রিপুরার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা অভিষেক চন্দ্রা। আগরতলা ডঃ বি. আর. আম্বেদকর ছাত্রী নিবাসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন মন্ত্রী সুধাংশু দাস। কথা বলেন তিনি সেখানকার কর্মীদের সাথে। মন্ত্রী সুধাংশু দাস কথা বলেছেন ছাত্রীদের সাথেও। হোস্টেলে ছাত্রীদের কি কি সমস্যা হয় সে বিষয়গুলি বিশদে জানার চেষ্টা করেছেন মন্ত্রী সুধাংশু দাস এবং ছাত্রীদের তিনি আশ্বাস দিয়েছেন হোস্টেলে কোন ধরনের অসুবিধা হলে মন্ত্রী সুধাংশু দাসকে ফোন করার জন্য। মন্ত্রী সুধাংশু দাস সর্বদা সচেষ্ট থাকবেন ছাত্রীদের সমস্যা নিরসনে বললেন তিনি। #youtube #tripura #tripuranews #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow