একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
মঙ্গলবার আগরতলা সচিবালয়ের ২ নং কনফারেন্স হলঘরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার পৌরহিত্যে ও কেন্দ্রীয় সরকারের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রক তথা পর্যটন ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী জি কিষান রেড্ডি, ত্রিপুরার পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে এক উচ্চস্তরীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এবং বৈঠক শেষে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ও কেন্দ্রীয় সরকারের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রক তথা পর্যটন ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী জি কিষান রেড্ডির গৌরবোজ্জ্বল উপস্থিতিতে বিভিন্ন প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করা হয়। প্রকল্পগুলির উদ্বোধনের মধ্যে রয়েছে উদয়পুর থেকে মেলাঘর পর্যন্ত মঞ্জুরিকৃত রাস্তার উন্নতি ও আপগ্রেডেশন যার জন্য ব্যয় হবে ১৪০ কোটি টাকা। ছৈলেংটাই লংতরাইভ্যালি সাব ডিভিশনাল হাসপাতালের সম্প্রসারণ যার জন্য ব্যয় হবে ৮ কোটি টাকা।এছাড়া ও NEC এর প্রকল্পগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। যার মধ্যে রয়েছে স্কুল বিল্ডিং কাম টিচার্স ট্রেনিং সেন্টার নির্মান ত্রিপুরেশ্বরী শিশু মন্দির, রামনগর, আগরতলায়।এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হবে ফুলকুমারী,উদয়পুরে। #youtube #tripura #tripuranews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?