আরজি কর-কাণ্ডে গর্জে উঠলেন শাস্তির দাবিতে প্রিয়াঙ্কা, করিনা,সোচ্চার হৃতিক-টুইঙ্কলরাও...
আরজি কর-কাণ্ডে গর্জে উঠলেন শাস্তির দাবিতে প্রিয়াঙ্কা, করিনা,সোচ্চার হৃতিক-টুইঙ্কলরাও...
আমজনতা থেকে সেলেব, সকলের কপালেই ভাঁজ মেয়েদের নিরাপত্তা নিয়ে। এবার সংশ্লিষ্ট ইস্যুতে মার্কিন মুলুক থেকেই সুর চড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া।টাইমস স্কোয়ার, নেদারল্যান্ড, পোল্যান্ড-সহ একাধিক জায়গায় আর জি কর কাণ্ডের প্রতিবাদে সোচ্চার হয়েছেন প্রবাসী ভারতীয়রা। এবার নারী নিরাপত্তার দাবিতে বাংলার আন্দোলনে শামিল হলেন প্রিয়াঙ্কা চোপড়াও। সাধারণত দেশের রাজনৈতিক ইস্যু নিয়ে মুখ খুলতে দেখা যায় না তাঁকে। তবে অভিনেত্রী এবার কলকাতার মহিলা ডাক্তারের সঙ্গে হওয়া নারকীয় ঘটনায় গর্জে উঠলেন। বিবিসি নিউজ-এর তরফেও আর জি কর ইস্যু কভার করা হয়েছে। সেই প্রতিবেদনের ছবি শেয়ার করে মন খারাপের কথা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘দেশি গার্ল’-এর শেয়ার করা ছবিতে জ্বলজ্বল করছে কলকাতার রাত দখলের প্রতিবাদী মুখেরা।অন্যদিকে, করিনা কাপুরের মন্তব্য, “নির্ভয়া কাণ্ডের ১২ বছর। তবুও সেই একই ঘটনা, সেই একই প্রতিবাদ। কিন্তু তাও আমরা বদলের অপেক্ষা করছি।” দীর্ঘ পোস্টে আর জি কর কাণ্ডে ক্ষোভ উগড়ে দিয়ে দোষীর কড়া শাস্তি দাবি করলেন হৃতিক রোশনও। অভিনেতা লিখেছেন, “আমাদের এমন একটি সমাজে গড়ে তুলতে হবে, যেখানে আমরা সবাই সমানভাবে নিরাপদ বোধ করি। কিন্তু তাতে কয়েক দশক লেগে যাবে। আমাদের ছেলে মেয়েদের সঠিক ভাবে মানুষ করলেই আশা করছি এই বদল আসবে। আগামী প্রজন্ম ভালো হবে অনেক। আমরা ঠিক পারব। কিন্তু এখন আপাতত এই ঘটনার দ্রুত বিচার চাই।
What's Your Reaction?