আর জি কর কাণ্ডে বড় পদক্ষেপ অরিজিতের : U Bangla TV
আর জি কর কাণ্ডে বড় পদক্ষেপ অরিজিতের : U Bangla TV
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ধর্ষণ-খুন কাণ্ডে (RG KAR Case) উত্তাল রাজ্য। দেশজুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। ১৪ আগস্ট রাতজুড়ে প্রতিবাদ মিছিলের পরই সামনে এল এক ভিডিও। সেখানে সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংকে (Arijit Singh) একটি ঘোষণা করতে দেখা যাচ্ছে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জেরই ছেলে তিনি। সেখানেই একটি অনুষ্ঠানে তাঁর বক্তব্যের ভিডিও হল ভাইরাল।
ওই ভিডিওয় তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘ফেসবুকে আপডেট করলে হবে না কিন্তু কাকা। হ্যাঁ। ফেসবুক, টুইটার করে কিন্তু হবে না। আমি এসব ব্যাপারে আপডেট দিতে পছন্দ করি না। আমি আজ থেকে কাজ শুরু করলাম। তোমরা কে কে কাজ করছ? (উত্তরে ”সবাই, সবাই” শুনে) থ্যাঙ্ক ইউ ভেরি মাচ। আমাদের ইভেন্ট কোম্পানি অ্যামিগোজ আর আমাদের ট্রাস্ট লেট দেয়ার বি লাইট। প্রচুর সহযোগিতা চাই আপনাদের। আমরা আজ থেকে আমাদের লোগো লঞ্চ করলাম। অ্যান্টি-রেপ। থ্যাঙ্ক ইউ সো মাচ।’
What's Your Reaction?