আপামোর বাঙালির মহানায়িকার জন্মদিন
আজ ৬ই এপ্রিল, বাঙালির প্রাণের মহানায়িকার জন্মদিন আজ তার জন্মদিনে uবাংলা tv এর তরফ থেকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা । আজ তার জন্মদিন এ জানবো তার জীবনের কিছু অজানা কথা , ১৯৩১ সালে ৬ এপ্রিল অধুনা বাংলাদেশর পাবনা জেলায় জন্ম সুচিত্রা সেন এর , তবে এই জন্মসাল নিয়ে রয়েছে নানা মতান্তর । তবে সেসময় কারোর জানা ছিল না এই সাধারণ মেয়ে রমা দাশগুপ্ত একদিন হয়ে উঠবে কলকাতা সিনেমা পাড়ার প্রথম মহিলা সুপারস্টার মিসেস সেন। তবে বরাবরই জেদি, দৃঢ়চেতা স্বভাবের ছিলেন তিনি, তার ব্যাক্তিক্ত ছিল অসাধারণ। তবে নিজের কেরিয়ারের মধ্যগগনে থাকতে থাকতেই হঠাৎ লোক চক্ষুর অন্তরালে চলে যান তিনি , তার পরেও আজ এত বছর পেরিয়ে গেলেও আপামোর বাঙালির কাছে তিনিই মহানায়িকা । এতবছর পেরিয়ে গেলেও রিনা ব্রাউনের জায়গা নিতে পারেনি কেউ। সেই আবেদনময়ী হাসি , চোখের চাউনি আর ক্যামেরার সামনে দুরন্ত অভিনয় সব মিলিয়ে সুচিত্রা সেন মানেই রুপালি পর্দায় ম্যাজিক যে ম্যাজিককে হার মানাতে পারেনি কেউ।তিন দশক ধরে টলিপাড়ার রাজ করেছেন তিনি দর্শকদের উপহার দিয়েছেন সাতপাকে বাঁধা, সপ্তপদী, শাপমোচন, হারানো সুর,দ্বীপজ্বেলে যাই এর মতো অসাধারণ সব সিনেমা। সাতপাকে বাঁধা সিনেমাটির জন্য মস্কো চলচ্চিত্র উৎসব এ সেরা অভিনেত্রী জন্য রোপ্য পুরস্কার পান এছাড়া তিনি পদ্মশ্রী ও বঙ্গবিভূষন এ ভূষিত হন, তবে দাদা সাহেব ফালকে পুরস্কার তিনি ফিরিয়ে দেন।
পাঁচেক দশকের বিষ্ণুপ্রিয়া থেকে শুরু করে ছয়ের দশকের রিনা ব্রাউন থেকে সাতের দশকের বিজয়া হয়ে আজ ও বাঙালি সিনেমাপ্রেমীদের কাছে স্বপ্নের নায়িকা সুচিত্রা সেন হয়ে রয়ে গেছেন | #youtube #tollywood #entertainment #entertainmentnews #suchitrasen #birthday #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?