সূর্যের তাপ কিছুটা কমলেও গরম কিন্তু এখনো কমার নাম নিচ্ছেনা
তাই এই গরমে বাইরে বেরোলে আমাদের কিছু সুরক্ষা সবসময় মেনে চলতে হচ্ছে , এই সময় আমাদের সকলের পচ্ছন্দের পানীয় গ্লুকোজ মেশানো জল।এই গ্লুকোজ মেশানো জল পান করলে শরীর ঠাণ্ডা থাকে, এমনকি গরমে শরীরে জলের ঘাটতিও মেটে আর সাথে এনার্জি ও পাওয়া যায় তাই এই গরমে অনেকেই নিয়মিত গ্লুকোজ জল পান করছেন। তবে বিশেষজ্ঞদের মতে ডায়বেটিক রোগীদের জন্য গ্লুকোজ জল বিপদ বারতে পারে ,হুট করে রক্তে সুগারের পরিমাণ বাড়িয়ে দিতে পারে গ্লুকোজ মেশানো পানীয়ো,তাই হাই সুগার অথবা কোলেস্টেরল এর রুগিরা এই গ্লুকোজ জল এড়িয়ে চলুন। #youtube #weather #summer #summerseason @ubanglatvofficial
What's Your Reaction?