আন্তর্জাতিক শ্রমিক দিবসে কাজ ফিরিয়ে দেয়ার দাবি
সারা বিশ্বজুড়ে পালন হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস তারই মধ্যে শিলিগুড়িতে কাজ ফিরিয়ে দেয়ার দাবিতে আন্দোলনে নামে বিএসএনএল অস্থায়ী কর্মীরা। সোমবার শিলিগুড়ি প্রাণকেন্দ্র হাসমি চকে তৃণমূল শ্রমিক সংগঠনের দলীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখায় বিএসএনএল অস্থায়ী কর্মীরা। শ্রমিক নেতা দাবি সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতে প্রায় আড়াইশো অস্থায়ী কর্মীকে কাজ থেকে বিরতি দেওয়া হয়েছে। অবিলম্বে সমস্ত শ্রমিকদের কাজের নিয়োগ ও বকেয়া টাকা মিটানোর দাবিতে এদিন দীর্ঘক্ষন বিক্ষোভ দেখায় অস্থায়ী কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে কাজ ফিরিয়ে না দিলে দেশের রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানাবে কর্মহারা শ্রমিকেরা। #youtube #njp #jalpaiguri #jalpaigurinewsbangla @ubanglatvofficial
What's Your Reaction?