ত্রিপুরায় অপরাধের হার নিম্নমুখী হওয়ায় খুশি ত্রিপুরার মুখ্যমন্ত্রী
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, ত্রিপুরা সরকার স্বরাষ্ট্র দপ্তরের প্রায় সবকটি শাখাকে ঢেলে সাজানোর ব্যবস্থা করছে। পৃথক পৃথকভাবে ত্রিপুরা স্বরাষ্ট্র দপ্তর শাখার দায়িত্বপ্রাপ্ত অফিসারদের বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা করানো হয়েছে। শুধুমাত্র অভ্যন্তরীণ অপরাধের ঘটনার ক্ষেত্রেই নয় অবৈধ মাদক সামগ্রী ধরপাকড়ের ক্ষেত্রেও গত সাত-আট মাসে ত্রিপুরা পুলিশ ব্যাপকভাবে সাফল্য অর্জন করেছে। উল্লেখ্য, ২০২২ সালে ত্রিপুরার সবকটি থানা এলাকায় নথিভুক্ত মামলার সংখ্যা ছিল মাত্র ৩৬৫৪টি। বিগত দেড় দশকেরও বেশি সময়ের মধ্যে গত বছর সবচেয়ে কম আইপিসি যুক্ত মামলা নথিভুক্ত হয়েছিল।ত্রিপুরা স্বরাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী দেখা গেছে, ২০১৯ সালে যেখানে ১৪৪ টি খুনের মামলা নথিভুক্ত হয়েছিল সেখানে ২০২২ সালে মাত্র ১০৯ টি খুনের মামলা নথিভুক্ত হয়েছে। #youtube #tripura #tripuranews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?