অক্ষয় তৃতীয়া উদযাপন আগরতলার

Apr 23, 2023 - 14:25
 0  3

রবিবার অক্ষয় তৃতীয়া উপলক্ষে আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ন বাড়ি এবং রামঠাকুর আশ্রমে পুজোর আয়োজন করা হয়েছে। এদিন সকাল থেকেই ভক্তরা অক্ষয় তৃতীয়া উপলক্ষে আগরতলা লক্ষ্মীনারায়ন বাড়ি এবং রামঠাকুর আশ্রমে ভিড় জমান। পুরোহিত জানিয়েছেন, পৌরাণিক গ্রন্থ অনুসারে অক্ষয় তৃতীয়ার দিনে করা শুভ ও ধর্মীয় কাজ অনন্ত ফল দেয়। এই দিনে সূর্য এবং চন্দ্র উভয়েই তাদের উচ্চ রাশি বৃশ রাশিতে থাকে, তাই তাদের উভয়ের সম্মিলিত আশীর্বাদ অক্ষয় হয়ে ওঠে । অক্ষয় অর্থ যার ক্ষয় হয় না। বিশ্বাস করা হয় যে অক্ষয় তিথিতে করা কর্মের ফল বিনষ্ট হয় না। বিশ্বাস করা হয় যে, এইদিনে পরশুরাম, নর-নারায়ন, হাইগ্রীব অবতার হয়েছিলেন। এই দিন থেকে বদ্রীনাথের দরজা ও খুলে যায় এবং এইদিন বৃন্দাবনে ভগবান বাঁকে বিহারীর চরণ দেখা যায়। অক্ষয় তৃতীয়ায় মূল্যবান জিনিসপত্র কেনা হয়। এইদিনে স্বর্ণ কেনা সবচেয়ে শুভ। এতে সম্পদও পাওয়া যায় এবং দান অক্ষয় থাকে। এটি বছরের আত্ম- উপলব্ধির শুভ সময় জানিয়েছেন তিনি। #youtube #tripura #tripuranews #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow