হাসপাতালে নেই জল , নেই ডাক্তার
সিপাহীজলা ত্রিপুরা জেলা বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জলের তীব্র সঙ্কট। ট্যাঙ্কি নির্মিত হলেও হাসপাতালে জল নেই। রোগীদের হাসপাতালের বাইরে থেকে জল কিনে খেতে হয় বলে অভিযোগ। বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সময়মতো চিকিৎসক পাওয়া যায় না বলেও অভিযোগ হাসপাতালে থাকা রোগী ও তাদের পরিজনদের। এদিন দুপুরে একজন মহিলা জানান তিনি টিকিট নিয়ে এসে দাঁড়িয়ে আছেন কিন্তু ডাক্তার রুমে নেই। যদি সিপাহীজলা ত্রিপুরা জেলা বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবার এই বেহাল অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষরা অসুস্থ হলে চিকিৎসা পরিষেবার জন্য কোথায় যাবেন। #youtube #tripura #tripuranews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?