রক্ত হচ্ছে একটি অমূল্য সম্পদ! বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা! U Bangla TV

আগরতলার আইজিএম হাসপাতালের ড. বি. আর. আম্বেদকর মেমোরিয়াল নার্সিং স্কুলের সেমিনার হলে অল ত্রিপুরা গভর্ণমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের পশ্চিম জেলা কমিটির উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এদিনের রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, রক্তদানের চেয়ে বড় উপহার আর উপহার কিছু হয় না। একজন রক্তদাতার রক্তদানের মাধ্যমে একজন নয়, আরো তিন থেকে চারজন মানুষ উপকৃত হতে পারেন। রক্তদান মনে করিয়ে দেয় আমরা সবাই এক।গত ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সময় ত্রিপুরার ব্লাড ব্যাংকগুলিতে রক্তের স্বল্পতা দেখা দিয়েছিল। রক্তের এই চাহিদা এবং যোগানের মধ্যে অসমতা দূর করতে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পর ত্রিপুরা সরকারের পক্ষ থেকে জনসাধারণকে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়। রক্ত ছাড়া মানুষ বাঁচতে পারে না। সকলের কাছে এই রক্ত হচ্ছে অমূল্য সম্পদ বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

Apr 19, 2023 - 14:02
 0  3

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow