হাওড়ায় অগ্নিকান্ডে | U Bangla TV

হাওড়ার চেঙ্গাইল বাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, এই আগুনে পুড়ে ছাই হয়ে যায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ১৫০ টি দোকান। পুলিশ সূত্রের খবর বুধবার গভীর রাতে ১.১৫ মিনিট নাগাদ এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা নিজেরা আগুন নেভানোর চেষ্টায় খবর দেয় দমকল অফিসে । দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয় ব্যাবসায়ীদের দাবি এই আগুন লাগার পিছনে ওই মিলের কর্তৃপক্ষের হাত রয়েছে। তাদের আরো দাবি, সঠিক সময়ে দমকলকে খবর দেওয়া হলেও খবর পাওয়ার প্রায় দু'ঘণ্টা পরে তাঁরা ঘটনাস্থলে আসে। যদি দমকল সঠিক সময়ে ঘটনাস্থলে আসতো তাহলে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কম হতো। স্থানীয় বাসিন্দারা তাঁদের ক্ষোভ উগরে দেয় দমকল ও পুলিশের কাছে। স্থানীয় বাসিন্দা আক্রম খান সরাসরি এই ঘটনার পেছনে ল্যাডলোর কর্তৃপক্ষকেই দায়ী করেন। তিনি এই ঘটনাকে চক্রান্ত বলেই দাবি করেন। তিনি জানান রাত্রি ১.১৫ মিনিটে যখন আগুন লাগে তাঁরা বাইরে দাঁড়িয়ে ছিলেন। বারবার বলা সত্ত্বেও বাজারের মেন গেট খোলা হয় নি। এরপর আগুন আরও বেড়ে যাওয়ার পরে ওই বাজারে কর্তব্যরত ল্যাডলোর কর্মীরা পালিয়ে যায়। ঈদ উপলক্ষে অনেক দোকান এখানে দেওয়া হয়েছিল। কয়েক কোটি টাকা অর্থের পণ্যসামগ্রী পুড়ে নষ্ট হয়েছে। এতে বহু দোকানদার সর্বস্বান্ত হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া গ্রামীণ পুলিশ। যদিও ল্যাডলো কর্তৃপক্ষ ও দমকলের ভূমিকায় যথেষ্টই অসন্তুষ্ট এলাকার বাসিন্দারা | @UBanglaTV

Apr 19, 2023 - 14:14
 0  1

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow