সেতু ভাঙ্গা নিয়ে আতঙ্কিত গ্রামবাসী
জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মাঝ বরাবর বয়ে গেছে পাহাড়ি খরস্রোতা নদী কুর্তি। নদীর এক প্রান্তে রয়েছে বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মাথাচুলকা, বড়দিঘি বস্তি সহ অন্যান্য গ্রাম। অপর প্রান্তে রয়েছে বাতাবারি ফার্ম বাজার। গ্রামবাসীদের তরফে জানানো হয়েছে দীর্ঘদিন থেকে এই সেতুর বেহাল অবস্থা। পিলারের নিচের অংশে ফাটল ধরেছে। রেলিং ভেঙে রীতিমতো ঝুলছে। সিমেন্টের চাদর ভেঙে লোহার জালি বেরিয়ে এসেছে। ভারী গাড়ি চলাচল করলে রীতিমতো কেঁপে ওঠে এই সেতু। আরো বিপদজনক অবস্থা সেতুতে ওঠার অ্যাপ্রচ রোডের একটি অংশ যা সম্পূর্ণভাবে ধসে গিয়েছে।যে কোন মুহূর্তে সেখানে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। অভিযোগ দুর্বল সেতুর নির্দেশিকা বোর্ড লাগানো সত্বেও নিয়মিত প্রচুর সংখ্যায় ভারী যানবহন চলাচল করছে এই সেতুর ওপর দিয়ে। কার্যত প্রশাসনের নির্দেশিকাকে অমান্য করে চলছে ভারী যানবাহন। গ্রামবাসীদের দাবি অবিলম্বে এই সেতু মেরামত করতে হবে কিংবা নতুন সেতু তৈরি করতে হবে। পাশাপাশি ভারী যান চলাচল বন্ধ করতে হবে। কেননা কুর্তি সেতু ভেঙে পড়লে কি পরিস্থিতি হবে সেটা ভেবেই দুশ্চিন্তায় দিন কাটছে গ্রামবাসীদের। এই বিষয়ে জেলা এবং ব্লক প্রশাসনের সূত্রে খবর ইতিমধ্যে সেই সেতুটি নিয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। #youtube #youtubevideo #duars #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?