সুন্দরবন : ঝড়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মোকার আগে তুঙ্গে সতর্কতার প্রস্তুতি |
সুন্দরবনের কালিন্দী, রায়মঙ্গল ও ইছামতি নদীতে জাতীয় বিপর্যয় মোকাবেলা দলের মহড়া, স্থলপথে মাইকিং প্রচার ।।
বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি ১ ও ২নং ব্লক, হাসনাবাদ, হাড়োয়া ও মিনাখাঁ এই ছটি ব্লকে সকাল থেকে নদীবাঁধ পরিদর্শন, সাইক্লোন সচেতনতার বার্তা ও নৌ পথে মহড়া দিতে শুরু করল জাতীয় বিপর্যয় মোকাবেলা দল। সুন্দরবনের নদীমাতৃক এলাকায় সেই ছবি দেখা গেল কালিন্দী, রায়মঙ্গল, ইছামতি ও বেতনি সহ বিভিন্ন নদীতে। অন্যদিকে স্থলপথে মাইকিং প্রচার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সাইক্লোন নিয়ে সতর্কবার্তা জাতীয় বিপর্যয় মোকাবেলা দল। ঝড়ের সময় কি করতে হবে, কোথায় যেতে হবে, নিজেরদের কিভাবে সুরক্ষিত রাখতে হবে সবটাই হাতে-কলমে তাদেরকে বুঝিয়ে দিলেন তারা। ইতিমধ্যে হিঙ্গলগঞ্জের কালিতলা ও যোগেশগঞ্জ এবং সন্দেশখালি ২নং ব্লকের ধামাখালি সহ বিভিন্ন নদীর পয়েন্টে জাতীয় বিপর্যয় মোকাবেলা দলের সদস্যরা মাইকিং প্রচার শুরু করেছে। মোকা সতর্কতায় বসিরহাটে জাতীয় বিপর্যয় মোকাবেলা দলের দুটি দলকে নিযুক্ত করা হয়েছে। প্রত্যেক দলে ৩৩ জন করে সদস্য রয়েছে। এছাড়াও বসিরহাটের দশটি ব্লকে দশটি সিভিল ডিফেন্সের দল মোতায়েন করা হয়েছে।
What's Your Reaction?