Tripura : ঘূর্ণিঝড় মোকা আজ থেকেই প্রভাব ত্রিপুরাতে!
তীব্র ঘূর্ণিঝড় মোকা শুক্রবার বঙ্গোপসাগরে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, রবিবার বিকেলে ঘূর্ণিঝড় মোকা ঘন্টায় ১৫০ থেকে সর্বোচ্চ ১৭৫ কিলোমিটার বেগে বাংলাদেশের কক্সবাজার ও মায়ানমারের ক্যায়ুকপিউয়ের মধ্যে আছড়ে পড়তে পারে। আগরতলায় আবহাওয়া দপ্তরের অধিকর্তা এন কুলকার্নি জানান, তীব্র ঘূর্ণিঝড় মোকার পরোক্ষ প্রভাবে ত্রিপুরায় শনিবার তথা আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দক্ষিণ ত্রিপুরা জেলা, গোমতী ত্রিপুরা জেলা ও ধলাই ত্রিপুরা জেলায় এবং রবিবার উত্তর ত্রিপুরা জেলা, ঊনকোটি ত্রিপুরা জেলা, দক্ষিণ ত্রিপুরা জেলা,ও ধলাই জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্টের অধিকর্তা শরৎ কুমার দাস জানিয়েছেন, কৃষকদের ক্ষয়ক্ষতি এড়াতে তাদের উৎপাদিত ফসল যত তাড়াতাড়ি সম্ভব জমি থেকে তুলে নিতে বলা হয়েছে।
What's Your Reaction?