South 24 Parganas : কাবাডি খেলা কি ভুলতে বসেছে বাঙালি : U Bangla TV
South 24 Parganas : কাবাডি খেলা কি ভুলতে বসেছে বাঙালি : U Bangla TV
রায়দিঘীতে চালু হল জাতীয় খেলা কাবাডি,কয়েক দশক বছর আগে গ্রামের মাঠে বিভিন্ন খেলাধুলার আসর জমত। যে খেলাগুলির মধ্য অন্যতম ছিল কাবাডি খেলা। কিন্তু কাবাডি খেলা কি ভুলতে বসেছে বাঙালি,মাঝে মাঝেই শোনা যায় এই প্রশ্ন। কারণ কবাডি খেলা ঘিরে গ্রাম বাংলায় আগের সেই উন্মাদনা আর নেই। অথচ খাতায় কলমে আমাদের জাতীয় খেলা কবাডি।
গ্রামীণ ঐতিহ্যের এক সময়ের জনপ্রিয় খেলা কাবাডি এখন অনেকটাই বিলুপ্তির পথে। গ্রামের কাঁচা রাস্তায়, মাঠ, বাগানে বা খোলা স্থানে জমজমাট ও উৎসবমুখর পরিবেশে হতো এই কাবাডি খেলা। কিন্তু কালের আবর্তে সেই খেলা এখন আর তেমন দেখা যায় না।
What's Your Reaction?