Siliguri : এবার পঞ্চায়েত নির্বাচনে দূর্নীতি মুক্ত গ্রাম|
Siliguri : এবার পঞ্চায়েত নির্বাচনে দূর্নীতি মুক্ত গ্রাম|
শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার খাপরাইলে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার বাসভবনে জোট সঙ্গীদের নিয়ে একটি গোপন বৈঠক আয়োজিত।ওই বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ রাজু বিস্তা,বিজেপি বিধায়ক তথা জিএনএলএফ নেতা নিরজ জিম্বা, গোরানিমোর দাওয়া পাখরিন, সিপিআরএম, সুমেতি মুক্তি মোর্চা,অখিল ভারতীয় গোর্খা লীগের সদস্যরা। সকাল থেকে দীর্ঘক্ষণ ওই বৈঠক চলে। প্রসঙ্গত,দার্জিলিং জেলায় ৫৯৮টি গ্রাম পঞ্চায়েত আসন ও ১৫৬টি পঞ্চায়েত সমিতির আসন।অন্যদিকে,কালিম্পং জেলায় ২৮১টি গ্রাম পঞ্চায়েত ও ৭৬টি পঞ্চায়েত সমিতির আসন রয়েছে।সব মিলিয়ে গ্রাম পঞ্চায়েতেই প্রায় ৮০০বেশি আসনে নির্বাচন হতে চলেছে।তবে জিটিএ নির্বাচনের তূলনায় এবার পঞ্চায়েত নির্বাচনে দূর্নীতি মুক্ত গ্রাম গড়ার লক্ষ্য বিরোধী শিবিরের। #newstoday #newsvideo #current_affairs #siliguri #siligurinews @ubanglatvofficial
What's Your Reaction?