সাময়িকভাবে প্রত্যাহার শিলচর জাতীয় সড়ক অবরোধ | U Bangla TV
আজ রাত থেকে কাজ শুরু হওয়ার প্রতিশ্রুতিতেই সাময়িকভাবে প্রত্যাহার হলো শিলচর কালাইন ৫৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ। তবে রাত থেকে যদি কাজ শুরু না হয় আবারও অবরোধ করা হবে এই সড়কটি, জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত হওয়া অতিরিক্ত জেলাশাসক সাফ জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। চাপে পড়ে জেলা প্রশাসনের ব্যক্তিরা বিগত দিনের প্রতিশ্রুতি পূরণের ব্যর্থতাও স্বীকার করে নিলেন। আন্দোলনকারীদের ওপর পুলিশি হয়রানির অভিযোগ তুললেন স্থানীয় জনগণ। মাত্র কয়েক ঘণ্টার এই অবরোধে কয়েক হাজার লড়ি গাড়ি দাঁড়িয়ে পড়ে। শেষমেষ জেলা প্রশাসন পূর্ত বিভাগের পক্ষ থেকে কর্তা ব্যক্তিরা উপস্থিত হলে স্থানীয় জনগণ ক্ষোভ এ ফেটে পড়েন । অর্থ বিভাগের পক্ষ থেকে জানানো হয় যে রাস্তার কাজ বরাদ্দ হলেও উপযুক্ত টেন্ডার হয়নি এই কারণে রাস্তার কাজে হাত দেওয়া হয় নি। শেষে পূর্ত বিভাগের পক্ষ থেকে সন্ধ্যা থেকে কাজ শুরু করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
আজ রাত থেকে কাজ শুরু হওয়ার প্রতিশ্রুতিতেই সাময়িকভাবে প্রত্যাহার হলো শিলচর কালাইন ৫৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ। তবে রাত থেকে যদি কাজ শুরু না হয় আবারও অবরোধ করা হবে এই সড়কটি, জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত হওয়া অতিরিক্ত জেলাশাসক সাফ জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। চাপে পড়ে জেলা প্রশাসনের ব্যক্তিরা বিগত দিনের প্রতিশ্রুতি পূরণের ব্যর্থতাও স্বীকার করে নিলেন। আন্দোলনকারীদের ওপর পুলিশি হয়রানির অভিযোগ তুললেন স্থানীয় জনগণ।
মাত্র কয়েক ঘণ্টার এই অবরোধে কয়েক হাজার লড়ি গাড়ি দাঁড়িয়ে পড়ে। শেষমেষ জেলা প্রশাসন পূর্ত বিভাগের পক্ষ থেকে কর্তা ব্যক্তিরা উপস্থিত হলে স্থানীয় জনগণ ক্ষোভ এ ফেটে পড়েন । অর্থ বিভাগের পক্ষ থেকে জানানো হয় যে রাস্তার কাজ বরাদ্দ হলেও উপযুক্ত টেন্ডার হয়নি এই কারণে রাস্তার কাজে হাত দেওয়া হয় নি। শেষে পূর্ত বিভাগের পক্ষ থেকে সন্ধ্যা থেকে কাজ শুরু করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
What's Your Reaction?