Assam : আগিয়াতে নকল সোনা ব্যবসায়ী আটক : U Bangla TV

Assam : আগিয়াতে নকল সোনা ব্যবসায়ী আটক : U Bangla TV

Feb 22, 2024 - 19:05
 0  2

গোয়ালপাড়া জেলার আগিয়াতে নকল সোনা সমেত দুই ব্যবসায়ীকে আটক। পুলিশের উপ পরিদর্শক রূপজ্যোতি কলিতার নেতৃত্বে দুই সোনা ব্যবসায়ী আটক। তাদের কাছ থেকে ১ কেজি ১০০ গ্রাম নকল সোনা বাজেয়াপ্ত করল পুলিশ। উত্তর লক্ষীপুরে প্রবঞ্চনার জালে পড়ল মধ্যপ্রদেশের যুবক। ওই এলাকার জনগণ মিলে আটক করেছে উত্তর লক্ষীপুরের নকল সোনা ব্যবসায়ী রিয়াজুল ইসলামকে । মধ্যপ্রদেশের থেকে নকল সোনা কিনতে এসে লাল ঘরের অতিথি হলো আবদেশ কুমার আহিরবার । গোয়ালপাড়া জেলার আগিয়া থানার অন্তর্গত বল বালা চান্দমারীতে নকল সোনা বিক্রি করা প্রবঞ্চকে আটক করে জনগণ। জানতে পারা গেছে লক্ষিনপুরের রিয়াজুল ইসলাম বলবলার চান্দমারীর গ্রামের ফুলবার আলী নামের লোকটির সাথে মিলে মধ্যপ্রদেশের যুবক আবেদশ কুমার সাথে নকল সোনা বিক্রি করার ফাঁদ পেতেছিল, 2 লক্ষ 20 হাজার টাকার বিনিময়ে এক কেজি থেকেও অধিক ওজনের সোনার টুকরা এক যুবকের কাছে আদায় দেওয়ার পর সেই সোনাটি নকল বলে বুঝতে পারে। পরবর্তী সময়ে ওই প্রবঞ্চক তাদেরই সঙ্গী ফুলবরের ও টাকা নিয়ে পালিয়ে যায়। অপরদিকে একইভাবে প্রবঞ্চক রিয়াজুল ইসলাম সোনার টুকরাটি নিয়ে পালাতে চেষ্টা করে । সেই সময় প্রবঞ্চনার বলি হওয়া মধ্যপ্রদেশের যুবক তার পিছু ধাওয়া করে সেই সময় সন্দেহশত ওই অঞ্চলের জনগণ তাদের পিছু ধাওয়া করতে শুরু করে। পরবর্তীতে তাদের ধরতে সক্ষম হয় ওই অঞ্চলের জনগণ এবং সকল জনগণ মিলে আগিয়া থানাতে খবর দেয়। সেই খবরের সূত্র তে ঘটনাস্থলে রূপ জ্যোতি কলিতা উপস্থিত হয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। ইতিমধ্যে থানাতে এনে তাদের দুজনকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। #assam #assamesenews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow