Exclusive : রাস্তার বেহাল অবস্থা, তাই গ্রামে আসতে চায়না কোনো রকম যানবাহন : U Bangla TV

Exclusive : রাস্তার বেহাল অবস্থা, তাই গ্রামে আসতে চায়না কোনো রকম যানবাহন : U Bangla TV

Mar 19, 2024 - 20:07
 0  3

পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের ৬ নং জগন্নাথপুর অঞ্চলের ইসনা গ্রামের বাসিন্দারা জানান, জগন্নাথপুর থেকে ইসনাপুর যাওয়ার তিন কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল, খানাখন্দে ভরা, রাস্তার মাঝে মাঝে রয়েছে বড় বড় গর্ত, ৩/৪দিন আগে ঝড়বৃষ্টির সময় বাজ পড়ে গ্রামের এক ব্যক্তি গুরুতর আহত হয়, আহত অবস্থায় প্রায় ৩ ঘন্টা বেঁচেছিল ঐ ব্যক্তি। ঐ ব্যক্তির পরিবার পরিজনেরা ও গ্রামবাসীরা বহু গাড়ির মালিক, এম্বুলেন্সকে ফোন করলেও রাস্তা খারাপের জন্য গ্রামে কেউ আসতে চায়নি। সেই কারনে বিনা চিকিৎসায় মারা যায় ঐ ব্যক্তি। আক্ষেপের সুরে এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। কবে তৈরী হবে এই রাস্তা সে প্রশ্নই এখন গ্রামবাসীদের মধ্যে। অন্যদিকে ঐ গ্রামের রাস্তা যে এম্বুলেন্স যাওয়ার উপযোগী নয়, তা কার্যত স্বীকার করে নিয়েছেন কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত গড়াই। তিনি জানান, বিগত বন্যায় রাস্তাটি খারাপ হয়ে যায়, তবে আবারও নতুন করে রাস্তাটি তৈরীর পরিকল্পনা গ্রহন করা হয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে রাস্তাটি নতুন করে তৈরী করা হবে। #exclusivenews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow