Tripura : স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা বিএসএফ জওয়ানদের : U Bangla TV

Tripura : স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা বিএসএফ জওয়ানদের : U Bangla TV

Feb 5, 2024 - 17:08
 0  5

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া সামগ্রী এবং গ্রামের সাধারণ মানুষদের মধ্যে স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা বিএসএফ জওয়ানদের! সীমান্ত সুরক্ষার পাশাপাশি সাধারণ নাগরিকদের সেবায় নিয়োজিত রয়েছে ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীর ১৫০ নং ব্যাটেলিয়ানের জওয়ানরা। এমনটাই দেখা গেল সোমবার সিপাহীজলা ত্রিপুরা জেলা বক্সনগর পুটিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বিএসএফ জওয়ানদের সিভিক আ্যকশন কর্মসূচির অঙ্গ হিসাবে। এদিন স্কুলের ছাএ-ছাএীদের মধ্যে বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া সামগ্রী প্রদান করেন বিএসএফ জওয়ানরা, এবং গ্রামের সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য শিবির করেন। এদিন বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে ২০টি বাই সাইকেল, ৫০টি ছাতা, ৫০টি স্কুল ব্যাগ, ৫০ জোড়া স্কুল জুতো, ১০টি হোয়াইট বোর্ড, ১০টি সিলিং পাখা, ১০টি কেরাম বোর্ড, ১০টি সেলাই মেশিন, ভলিবল ও নেট সহ কম্পিউটার বিতরণ করেন বিএসএফ জওয়ানরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১৫০ নং বি এস এফ ব্যাটালিয়ানের সিও ঈশ্বর কুমার চান্দ সহ বিএসএফ জওয়ানদের উচ্চ পদস্ত আধিকারিকরা। #tripura #tripuranews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow