সপ্তম শ্রেণীর ছাত্রীর সংসারের হাল সামলাতে জীবিকা নির্বাহ টোটো
পূর্ব বর্ধমান:- সপ্তম শ্রেণীর ছাত্রী হাতে কলমের বদলে ধরেছে টোটো রিস্কার হ্যান্ডেল, পূর্ব বর্ধমান জেলার কালনা এক নম্বর ব্লকের নিভুজি বাজারের স্থায়ী বাসিন্দা বছর চৌদ্দর কৃষ্ণদেবপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। ভাগ্যের পরিহাসে যে সময় বই খাতা কলম নিয়ে থাকার কথা, সেই সময় সপ্তম শ্রেণীর রাত্রি বারিকের কাঁধে সংসারের দায়িত্ব, রাত্রি বারিক এর বাবা মদন মালিক দু'বছর ধরে অসুস্থ, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঘরে একপ্রকার শয্যশায়ী বললেই চলে, সংসারে রয়েছে মা, দেড় বছরের ভাই , পুরো সংসারের দায়িত্ব রাত্রি বারিক নিজের হাতে তুলে নিয়েছে l সংসারে এখন একমাত্র রোজগারের পথ সপ্তম শ্রেণীর ছাত্রী রাত্রি বারিক, রাত্রে বারিকের মা লোকের বাড়িতে কাজ করে রাত্রি বাড়িতে কিছুটা হলো সাহায্য করার চেষ্টা করে চলেছেন, রাত্রি বারিক এর মা জানায় কোনরকমে এক বেলা খেয়ে দিন কাটায়, কখনো আবার দিনের বেলাতেও আধপেটা খেয়ে থাকতে হয়, রাত্রি বারিক যেই টোটোটি চালায় সেটা অন্যের টোটো, প্রতিদিন টোটোর ভাড়া টোটোর মালিক কে দিতে হয় l
আমজাদ আলীর রিপোর্ট ,পূর্ব বর্ধমান
What's Your Reaction?