Howrah : মানুষের বিশ্বাসের উৎসব শীতলা মাতার স্নান যাত্রা : U Bangla TV

Howrah : মানুষের বিশ্বাসের উৎসব শীতলা মাতার স্নান যাত্রা : U Bangla TV

Feb 23, 2024 - 18:53
Feb 23, 2024 - 19:04
 0  4

শুক্রবার, হাওড়ার সালকিয়া চত্বরজুড়ে চলছে দীর্ঘ বছর যাবত শীতলা মায়ের স্নান যাত্রার উৎসব। এই উৎসবকে ঘিরে সারা বছর ই চলে মানুষের মধ্যে উত্তেজনা এবং উদ্দীপনা। এই উৎসব আজকের নয় বহু যুগ ধরে হয়ে আসছে এই উৎসব। কথিত আছে এই শীতলা মায়েরা সাত বোন আজকের এই পূর্ণিমার দিনে এই সাত বোন একত্রিত হয়ে বাঁধাঘাট গঙ্গার ঘাটে নিশীথে স্নান করেন। তারপর যে যার মত বোনেরা তার নিজস্ব মন্দিরে ফিরে যান। বড় বোনের নিবাস সালকিয়া হরগঞ্জ বাজার অবস্থিত বড়মার মন্দিরে এবং ছোট বোন থাকে সালকিয়ার মুরগি হাটার মন্দিরে। বর্তমানে এই শীতলা মায়ের সংখ্যা প্রায় ৪২ ছাড়িয়েছে। পূর্বে এই শীতলা মায়ের স্নানযাত্রা সালকিয়া অঞ্চল জুড়ে হলেও বর্তমানে সেই স্নান যাত্রা প্রসারিত হয়ে হাওড়ার বিভিন্ন অঞ্চল থেকে আসে স্নানের উদ্দেশ্যে বাধা ঘাটে গঙ্গার পাড়ে। এই স্নানযাত্রাকে কেন্দ্র করে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে থাকে বিশেষ ব্যবস্থা যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশের পোহরা থাকে আটো সাটো। প্রশাসনের তরফ থেকে থাকে প্রচুর পরিমাণ সিসি ক্যামেরা। এই উৎসব কে কেন্দ্র করে যারা মায়ের পূজারী এবং ভক্ত তীর্থযাত্রীরা থাকে তাদের উদ্দেশ্যে বিভিন্ন সংস্থার থেকে দেওয়া হয় রাস্তার দু'ধারে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী ও শরবতের ব্যবস্থা ।সম্পূর্ণ বিনামূল্যে তাদের সেবন করানো হয়। এই স্নানযাত্রাকে কেন্দ্র করে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে জি টি রোড বেনারস রোড এবং হাওড়ার বিভিন্ন রাস্তা যান চলাচলে নিষিদ্ধ করে দেওয়া হয় মায়ের ভক্তরা যাতে মায়েরে স্নানযাত্রায় অংশগ্রহণ করতে পারে তার উদ্দেশ্যে। হাজার হাজার ভক্ত এবং স্থানের উদ্দেশ্যে ঢাকঢোল সহকারে নৃত্য করতে করতে আনন্দ করতে করতে মাকে নিয়ে আসে বাধাঘাট গঙ্গার ঘাটে। মানুষের মনের বিশ্বাস এই শীতলা মাকে ভক্তি ভরে পুজো করলে তাদের ঘরে এই সময়ে মানুষের মধ্যে যে বসন্ত রোগের সৃষ্টি হয় তার থেকে রেহাই পাওয়া যায় সেই বিশ্বাস নিয়েই শীতলামায়ের স্নানযাত্রায় হাজার হাজার ভক্ত মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য জমায়েত হন সালকিয়ার বাঁধাঘাটে। #howrah #howrahnews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow