সন্তানের চোখের জ্যোতি বাড়াতে চান? এই ৫ খাবার খাওয়ালেই হবে সমস্যার সমাধান!
সন্তানের চোখের জ্যোতি বাড়াতে চান? এই ৫ খাবার খাওয়ালেই হবে সমস্যার সমাধান!
সন্তানের চোখের খেয়াল রাখতে চাইলে তার ডায়েটের দিকে নজর ফেরানো দরকার। এক্ষেত্রে হাতের কাছের ৫ খাবারেই তার চোখের জ্যোতি বাড়তে পারে। আসুন সেই সব খাবারগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। ডিমের মতো পুষ্টিকর আর একটি খাদ্যও আপনি পাবেন না। এতে ভরপুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। এই ভিটামিন কিন্তু সন্তানের চোখের জন্য অত্যন্ত উপকারী। চকোলেটের স্বাদ সব শিশুই পছন্দ করে। সেভাবে দেখতে গেলে চকোলেট হল শিশুদের অন্যতম পছন্দের খাবার। এক্ষেত্রে ডার্ক চোকোলেটের সঙ্গে কয়েকটি আমন্ড মিশিয়েও শিশুকে খাওয়াতে পারেন। এতেই তার শরীরে পৌঁছে যাবে ভিটামিন ই, ওমেগা থ্রি ও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। আর এই সমস্ত উপাদান কিন্তু সরাসরি শিশুর চোখের জ্যোতি বাড়ায় বলে জানাচ্ছে টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন। তাই আর দেরি না করে এই কম্বিনেশন ফুড শিশুকে খাওয়ানো চালু করে দিন।যে কোনও মরশুমি ফলে রয়েছে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার। তাই ফল খেলে চোখের বিভিন্ন সংক্রমণজনিত অসুখ থেকে রক্ষা পাওয়া যায়। এমনকী চোখের জ্যোতি বাড়ানোর কাজেও বিশেষ ভূমিকা নেয় ফল। তাই রোজ একটা গোটা ফল সন্তানকে খাওয়ান।
#eyesight #chocolate #nutritious #nutritiousrecipe #vitamins #almond #omega #three #children #childcare
What's Your Reaction?