শোকজের জবাব কাকে দিতে হবে জানতে জেলা বিদ্যালয় পরিদর্শক করণে যৌথ মঞ্চের শিক্ষক শিক্ষিকারা
জলপাইগুড়ি: মহার্ঘভাতার ভাতার দাবি সহ আরো কয়েকটি দাবি তুলে ধরে গত ১০ মার্চ তারিখ রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয় রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের পক্ষ থেকে। উল্লেখ্য এদিকে ধর্মঘটের দিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণে ধর্মঘটি স্কুল শিক্ষকদের শোকজ করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে । শোকজের জবাব কাকে দিতে হবে তা জানতে মঙ্গলবার জলপাইগুড়ি জেলা বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক শিক্ষা ) করণে উপস্থিত হলেন যৌথ মঞ্চের শিক্ষক শিক্ষিকারা। কিন্তু সেই শোকজের জবাব কাকে দেবেন তা জানতেই মঙ্গলবার যৌথ মঞ্চের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত হলেন জলপাইগুড়ি জেলা বিদ্যালয় পরিদর্শকের করণে । মঞ্চের সদস্য কৌশিক চক্রবর্তী বলেন, প্রত্যেককেই আলাদাভাবে শোকজ করা হয়েছে স্কুলে মেইল করে। কিন্তু এত সংখ্যক শিক্ষক শিক্ষিকারা কোথায় সেই শোকজের জবাব দেবেন তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। এ বিষয়েই জানতে যৌথ মঞ্চের শিক্ষক শিক্ষিকারা আজ জেলা বিদ্যালয় পরিদর্শক-করণে উপস্থিত হয়েছেন বলে তিনি জানান। @ubanglatvofficial #jalpaiguri #jalpaiguri_news #strike #newsupdate
What's Your Reaction?