রাস্তাশ্রী ও পথশ্রী প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
সিঙ্গুরে রাস্তাশ্রী ও পথশ্রী প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বললেন বলেন ,রাস্তা তৈরিতে কাজ পাবেন জব কার্ড হোল্ডাররা। শুধু ছবি দিলে হয় না, বুদ্ধি খরচ করতে হয়। সরকারে এসে ১ লক্ষ কিলোমিটার রাস্তা তৈরি করেছি। ১২ হাজার কিলোমিটার গ্ৰামীণ রাস্তা তৈরি সংস্কারের প্রকল্প।কেন্দ্র এক টাকাও দিচ্ছে না। জিএসটির সব টাকা কেন্দ্র নিয়ে চলে যাচ্ছে। জিএসটি সমর্থন করা ভুল হয়েছে।এই সিঙ্গুরে ২৬ দিন আমরণ অনশন করেছিলাম।সিঙ্গুরে ৮ একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হচ্ছে। সিঙ্গুরের মাটি ছুঁয়ে গেলাম কাল ধর্নায় বসব। সিঙ্গুরে আমরা কথা রেখেছি।কৃষকদের চাষযোগ্য জমি ফেরত দেওয়া হয়েছে। সিঙ্গুর পাঠ্য বইয়ে স্থান পেয়েছে ।গ্যাসের দাম নিয়ে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। সিবিআই- ইডি পাঠিয়ে দিচ্ছে কেন্দ্র, প্রকল্পের বরাদ্দ সব বন্ধ করে দিয়েছে নন্দলাল সরকার। @ubanglatvofficial #mamatabanerjee #trinomoolcongress #newsupdate #politicalnews
What's Your Reaction?