শিলচর রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হলো "মূল্যবোধ শিক্ষা" শীর্ষক এক আলোচনা সভা
শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের উদ্যোগ শালগঙ্গা মর্লি হাইস্কুলে " মূল্যবোধ শিক্ষা " শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার এই শিক্ষামূলক অনুষ্ঠানে মিশনের পক্ষ থেকে পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকাদের বেশ কিছু পুস্তক প্রদান করেন মহারাজরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী বৈকুন্ঠানন্দ মহারাজ সংস্কৃত শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি স্বামীজির জীবনী অধ্যয়নের পরামর্শ দেন। স্বামী বিবেকানন্দের আদর্শের কথা উল্লেখ করে মহারাজ বলেন, লক্ষ্যে পৌছাতে হলে অধ্যবসায়, ধৈর্য ও পবিত্রতা - এই তিনটি গুণের বিশেষ প্রয়োজন। সেইসঙ্গে ছাত্র ছাত্রীদের মনোবল ও ইচ্ছাশক্তি থাকা আবশ্যক বলেও উল্লেখ করেন তিনি। শুরুতে স্কুলের পক্ষ থেকে মহারাজ সহ অন্যান্য অতিথিদের উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। পরিবেশিত হয় উদ্বোধনী সঙ্গীত। উপস্থিত ছিলেন সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা সহ অন্যান্য ব্যক্তিরাও। #youtube #assam #assamesenews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?