লাগাতার বৃষ্টিতে জলবন্দি জলপাইগুড়ি-কোচবিহার, নিকাশি ব্যবস্থায় ‘ক্ষুব্ধ’ বাসিন্দারা

গত চব্বিশ ঘণ্টায় জলপাইগুড়িতে ১৫৪ মিলিলিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Jul 6, 2024 - 15:05
 0  5
1 / 1

1.

ত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জেরে জলমগ্ন জলপাইগুড়ি-কোচবিহার। একাধিক এলাকা জলের তলায়। চরম ভোগান্তির শিকার বাসিন্দারা। ঘরে জল ঢুকে যাওয়ায় বাড়ি ছাড়ার উপক্রম। শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা। তাঁদের দাবি, প্রতিবছর এই সমস্যার মুখোমুখি হচ্ছেন। পাশাপাশি তিস্তা ও জলঢাকা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় লাল সতর্কতা জারি করেছে সেচদপ্তর। যা নিয়ে চিন্তায় রয়েছেন বাসিন্দারা। গত চব্বিশ ঘণ্টায় জলপাইগুড়িতে (Jalpaiguri) ১৫৪ মিলিলিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মহামায়া পাড়া, পান্ডাপাড়া   , স্টেশন রোড-সহ একাধিক এলাকায় জল দাঁড়িয়ে গিয়েছে। প্রায় হাঁটু সমান জলে বাজার ও প্রতিদিনের কাজ সারতে হচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের। এদিকে, করলা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় জল ঢুকেছে নদী তীরবর্তী পরেশ মিত্র কলোনি, নিচ মাঠ এলাকায়। তাতে ফের ঘর ছাড়ার উপক্রম বাসিন্দাদের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow