রোদ থেকে ফিরে বাড়ি এসেই ত্বকে বরফ ঘষে নিচ্ছেন! জানুন কতটা লাভ আর কতটা ক্ষতি

Apr 23, 2023 - 18:31
 0  1

এই প্রখর গরমের কারণে অনেক সময় ঘুম থেকে উঠলে চোখমুখ ফোলা দেখায়। এর ফলে অনেকেই বরফ ঘষে নেন। আবার অনেকে মেকআপ করার আগে বরফ লাগিয়ে নেন ফলে মসৃণ হয় চেহারা। শুধু তাই নয় মেকআপ ও দীর্ঘক্ষণ টিকে থাকে। কখনো মুখে চোখে ক্লান্তির ছাপ পড়ে গেলেও তা থেকে মুক্তি পেতে মিনিটখানেক ভালো মতো মুখে বরফ ঘোষণা নেন অনেকেই। আবার রোদের কারণে ত্বক বেহাল হলে বাড়িতে এসেই তাপপ্রবাহ থেকে বাঁচতে বরফ ব্যবহার করেন।

তবে জানিয়ে রাখি কখনই এক জায়গায় বেশিক্ষণ বরফ ধরে রাখবেন না। আলতো করে তোকে বলিয়ে নিয়ে ছেড়ে দিন নয়তো চামড়ায় বরফের দাগ পড়ে যেতে পারে। সরাসরি বরফ ত্বকে দেবেন না কোন পাতলা সুতির কাপড়ে বরফ মুড়িয়ে নিয়ে তারপর ত্বকে ব্যবহার করুন। বরফ ব্যবহার করার পর অনেকেরই মুখে লালচে ভাব আসে যা অনেক বেশিক্ষণ থেকে যায়। এমন হলে আগে মুখে কিছুটা ফেসপ্যাক লাগিয়ে নিয়ে তার উপর দিয়ে বরফ বুলিয়ে নিন। #youtube #summerseason #summer #skincare #skin  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow