Tripura : রাস্তার পাশ থেকে বিরল প্রজাতির বানর উদ্ধার
উওর ত্রিপুরা জেলার পানিসাগর পঞ্চায়েত এলাকার পাঁচ নং ওয়ার্ড থেকে উদ্বার হয় এক বিরল প্রজাতির বানর।ঘটনা জানাজানি হতেই মানুষ ভিড় জমায় ঐ এলাকায়।জানা যায় যে, উত্তর ত্রিপুরা জেলা পানিসাগর পঞ্চায়েত এলাকার পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা, পেশায় টোটো চালক বিক্রম দাসের বাড়িতে থাকা ভাড়াটে মহিলা এই বিরল প্রজাতির বানরটিকে রাস্তার পাশ থেকে উদ্বার করেন।পরবর্তীতে খবর পাঠানো হয় পানিসাগর বনদফতরের কর্মীদের।পানিসাগর বনদফতরের পক্ষ থেকে জানানো হয়, বিরল প্রজাতির বানরটি আসলে এক প্রজাতির চশমা বানর।এগুলি আজকাল বিলুপ্তির পথে। চশমা বানরটি কুকুরের আক্রমনে কিছুটা ঘাহেল হওয়াতে পানিসাগর বনদফতর প্রথমে তার চিকিৎসা এবং পরবর্তীতে রৌয়া অভয়ারণ্যে পাঠানো হবে বলে জানা গিয়েছে। #youtube #tripura #tripuranews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?