তীব্র জলসংকট দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে

Apr 18, 2023 - 14:27
 0  4

প্রচন্ড দাবদাহে পুরছে গোটা দক্ষিণবঙ্গ। তাপমাত্রা ৪০ এর গন্ডি পেরিয়েছে, আর তার মধ্যেই বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র জল সংকট। কোনো কোনো জায়গায় জল স্তর নেমে যাবার ফলে মিলছে না পানীয় জল, আবার কোন কোন জায়গায় দীর্ঘদিন ধরেই খারাপ হয়ে পড়ে রয়েছে পানীয় জলের কল। বারে বারে প্রশাসনকে জানানো সত্ত্বেও কোন সুরাহা মেলেনি। এমনই ছবি ধরা পরল দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের রামকড়চর গ্রাম পঞ্চায়েতে। এই গ্রাম পঞ্চায়েতেরই ২৬ টি বুথের মধ্যে ৬৪ নম্বর, ৬৫ নম্বর ও ৬৬ নম্বর বুথে প্রায় কয়েক হাজার মানুষের বসবাস। তাদের দাবি আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে পানীয় জল না মিললে তারা ভোট বয়কট করবে। প্রচন্ড দাবদাহের মধ্যেই পানীয় জলের সমস্যায় গ্রামবাসীদের এক থেকে দুই কিলোমিটার দূর থেকে জল আনতে হয়। অনেকে বাধ্য হয়ে পুকুরের নোংরা জলই পান করছে, যার ফলে অসুস্থ হয়ে পড়ছে এলাকার শিশুরা। ভোট আসে - ভোট যায়, কিন্তু পরিবর্তন হয় না । তবে এই বিষয় নিয়ে রামকরচর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি তপন কুমার দেবনাথ জানান, এই কলগুলি এর আগে দুবার সারানো হলেও আবারো খারাপ হয়েছে আমরা জেলা পরিষদকে জানিয়েছি, এক সপ্তাহের মধ্যেই তৈরি হবে নতুন কল। অন্যদিকে আবার এই বিষয় নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। ডি ওয়াই এফ আই দলের আঞ্চলিক কমিটির সদস্য অশোক কুমার দাস জানান, শুধুমাত্র এই চিত্রটা রামকরচড় নয় বেশিরভাগ জায়গাতেই সাধারণ মানুষ পানীয় জল টুকুনি পাচ্ছে না। #youtube #south24pargananews #south24pgs #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow