South 24pgs : ছবিতে শিক্ষাদানের অঙ্গ হিসেবে অভিনব পদ্ধতি : U Bangla TV
South 24pgs : ছবিতে শিক্ষাদানের অঙ্গ হিসেবে অভিনব পদ্ধতি : U Bangla TV
দক্ষিণ ২৪ পরগনার গৌরদহ স্টেশনের মন্ডল কমপ্লেক্সে দিনোনাথ স্মৃতি বিদ্যামন্দিরের উদ্যোগে শিক্ষার অঙ্গ হিসাবে ছবিতে শিক্ষাদানের অভিনব কৌশল গ্রহণ করা হলো।। যার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে শিক্ষাদানের মাধ্যম আরও সহজ হয়ে উঠবে ।।স্কুলের সিঁড়ির ধাপ থেকে শুরু করে ক্লাসরুমের মধ্যে সৌরজগতের সম্পূর্ণ গ্রহ নক্ষত্র তুলে ধরা হয়েছে ।। এমনকি জীবন বিজ্ঞানের মানুষের হৃদপিন্ডের অঙ্গ পতঙ্গের ছবিও তুলে ধরা হয়েছে।। ছবির মাধ্যমে নানান শিক্ষাদান কেন্দ্র গড়ে উঠেছে। দীননাথ স্মৃতি বিদ্যামন্দিরের কর্ণধর সুব্রত মন্ডল জানান, সাত বছর পর তাঁরা শিশুদের এই শিক্ষাদানের অভিনব কৌশল নিয়েছেন যা শিক্ষার্থীর কাছে আরও সহজ হবে ।। আরও জানান এখানে বাংলা মিডিয়ামের সাথে সাথে ইংরেজির উপর জোর দেওয়া হবে সম্পূর্ণটাই নামমাত্র খরচে ।। এখন বর্তমান যুগে ইংরেজি মাধ্যম স্কুলগুলি টাকার বোঝা চাপিয়ে দিচ্ছে যা, মধ্যবিত্ত পরিবার সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছেন।।তাই তারা ইংরেজি স্কুলে পড়াতে পারছেননা। তিনি আরও জানান তাদের কথা চিন্তা করেই সবার জন্য শিক্ষা দানের এই প্রথা শুরু করেছে গৌড়দহ দিনোনাথ স্মৃতি বিদ্যামন্দির। তাছাড়াও এখানে ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটার, নাচ, গান ,যোগাসন ও শারীরিক পরীক্ষা হবে সম্পূর্ণ বিনামূল্যে। #south24pargana #south24pargananews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?